ক্যারিয়ার ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া আরও পাঁচ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অধ্যাপক পদে আবেদনকারীর পিএইচডি/সমমানের ডিগ্রিসহ বিশ্ববিদ্যালয় বা উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে ১২ বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
এ পদে বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা। অধ্যাপদ পদে আবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এক হাজার টাকা মূল্যের ব্যাংক ড্রাফট করতে হবে।
সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও অভিজ্ঞতার সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২১।
অধ্যাপক ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় আরও পাঁচ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে একজন নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীকে এইচএসসি/ স্নাতক পাস হতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ–৩.০০ এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৭৫ থাকতে হবে। ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ টেলিভিশন ক্যামেরা অপারেটিং এবং ভিডিও এডিটিংয়ে দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গ্রন্থাগার সহকারী পদে একজন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ–৩.০০ এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৭৫ থাকতে হবে। ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় কমপক্ষে এক বছরের ডিপ্লোমা কোর্স। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
ছাত্র–শিক্ষক কেন্দ্রে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের একটি পদের জন্য আবেদনকারীর এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ–৩.০০ এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৭৫ থাকতে হবে।
ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
ছাত্র–শিক্ষক কেন্দ্রের কেয়ারটেকারের একটি পদের জন্য এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ–৩.০০ এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৭৫ থাকতে হবে। ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
ঢাবির প্রধান প্রকৌশলীর দপ্তরে কার্য সহকারী পদে একজন নেওয়া হবে। আবেদনকারীর এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ–৩.০০ এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৭৫ থাকতে হবে।
ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কারিগরি ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
এসব পদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৩০০ টাকা মূল্যমানের পে–অর্ডার করতে হবে। লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগের প্রধান বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর ২০২১।
Discussion about this post