শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পিএইচডি করতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুরের এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি এন্ড রিসার্চ (এ*স্টার)। ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড’ এর আওতায় দেয়া এই বৃত্তির জন্য বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।
এ স্কলারশিপের আওতায় কোনো ধরনের টিউশন ফি লাগবে না। চার বছর মেয়াদী এ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা মাসিক উপবৃত্তি, বিমান খরচ ও আবাসন ভাতাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
শিক্ষার্থীরা বায়োমেডিকেল সায়েন্স, কম্পিউটিং এন্ড ইনফরমেশন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং ফিজিক্যাল সায়েন্স বিষয়ে পিএইচডি করতে পারবেন।
সুযোগ-সুবিধা:
* কোনো টিউশন ফি লাগবে না।
* মাসিক উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ২ হাজার ৭০০ পর্যন্ত সিঙ্গাপুর ডলার পাওয়ার সুযোগ। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ লক্ষ ৩১ হাজার টাকা।
* বিমান খরচ হিবে ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা।
* আবাসনের জন্য এককালীন ১ হাজার সিঙ্গাপুর ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৮৬ হাজার টাকা।
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
আবেদনের যোগ্যতা:
* চমৎকার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
* একাডেমিক রেফারির কাছ থেকে ভালো রিপোর্ট।
* ইংরেজি ভাষায় বলা ও লেখার দক্ষতা।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।
Discussion about this post