নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ কোভিড-১৯ টিকা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের জন্য তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনআইডির জন্য আবেদন করতে প্রথমে এই ওয়েবসাইটে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে ভোটার ফরম পূরণের পর ফরম ডাউনলোড করে প্রিন্ট কপি জমা দিতে হবে। এ ফরম পূরণ করার সময় বাবা-মার এনআইডি নম্বর দিতে পারবেন শিক্ষার্থীরা। তবে এটি দিতে বাধ্যবাধকতা নেই। এছাড়া আবেদনকারীর জন্ম সনদ, এসএসসি/সমমানের সনদ ও বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে বলা হয়েছে।
Discussion about this post