শিক্ষার আলো ডেস্ক
গোপালগঞ্জ সদরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়ের হাতে প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে লাঞ্ছনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রতিবাদ কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে— ৬ নভেম্বর বিদ্যালয় পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কালো ব্যাচ ধারণ এবং ১৩ নভেম্বর মানববন্ধন কর্মসূচি পালন।
এ সময়ের মধ্যে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে নেতারা প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
সম্মেলনে শিক্ষক নেতারা ৯ মার্চ ২০১৩ থেকে ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত বর্ধিত প্রাপ্য টাইমস্কেল প্রদানসহ ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদান, প্রধানমন্ত্রী-ঘোষিত প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণির মর্যাদা প্রদান, শিক্ষকদের টিফিন ভাতা ৩ হাজার টাকা নির্ধারণ, শিক্ষকের জন্য ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানানো হয়। আগামী এক মাসের মধ্যে এ বিষয়গুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। সম্মেলনে সংগঠনের মুখপাত্র বদরুল আলম মুকুল, প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা, উপদেষ্টা আলাউদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
Discussion about this post