নিজস্ব প্রতিবেদক
৪০তম বিসিএস ভাইভার (মৌখিক পরীক্ষা) দ্বিতীয় সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার পদে বাছাইয়ের এই পরীক্ষা শুরু হবে ৪ নভেম্বর ২০২১ থেকে, চলবে ২২ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
লিখিত পরীক্ষায় পাস করা পাঁচ হাজার ৯৭৪ প্রার্থী পর্যায়ক্রমে ভাইভায় অংশ নেবেন। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে, স্থান—পিএসসির প্রধান কার্যালয়ে (আগারগাঁও, ঢাকা)।
এই বিসিএসের মাধ্যমে চূড়ান্তভাবে বিভিন্ন ক্যাডারে মোট এক হাজার ৯০৩ জন নেওয়া হবে।
এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন। পরে এ সংখ্যা বাড়তেও পারে।
৪০তম বিসিএস ভাইভার দ্বিতীয় সূচি পাওয়া যাবে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে : www.bpsc.gov.bd
Discussion about this post