শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
চমেক প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের আজ সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১২টায় চমেকের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জেরে আজও কয়েকদফা সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন: মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন।
ঘটনার পর হাসপাতাল ও ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার সাংবাদিকদের জানান, একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত কলেজ বন্ধ থাকবে।
Discussion about this post