অনলাইন ডেস্ক
রেলওয়ের টিকিট সশরীরের পাশাপাশি অনলাইনেও পাওয়া যায়। কিন্তু অনলাইন টিকিটে সবকিছু ইংরেজিতে লিখা থাকায় অনেকের পড়তে হতো অসুবিধা।
বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসার পর যাত্রীদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি এখন থেকে রেলওয়ের টিকিটে বাংলায়ও বিবরণী থাকবে।
শনিবার (৩০ অক্টোবর) থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, শনিবার থেকে আমাদের অনলাইন টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লেখা থাকবে। আমি তদারকি করে দেখছি রেলওয়ের টিকিট ইংরেজির পাশাপাশি বাংলায় রয়েছে। এতে করে সকল যাত্রীদের বুঝতে সুবিধা হবে।
Discussion about this post