নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগের জন্য নির্ধারিত ‘সি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল সোমিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেয়া হবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য . ২৫ নম্বর কাটা হবে।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় হিসাব বিজ্ঞানে ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২৫, আইসিটিতে ২৫, বাংলায় ১৩ এবং ইংরেজিতে ১২ নম্বরের প্রশ্ন থাকবে।
Discussion about this post