নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা এমপিওভুক্তির আবেদনের শেষ দিন আজ (রোববার)। নতুন করে সময় বাড়ানো না হলে আজকের পর আর এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের পৃথক বিজ্ঞপ্তিতে গত ১০ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু করে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট থেকে এমপিও আবেদনের ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে ৩১ অক্টোবরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আবেদন শেষে কমিটির মাধ্যমে তথ্য যাচাই-বাছাই কার্যক্রম শুরু করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী যাদের শর্ত কাম্য যোগ্যতা অর্জন হবে সেসব প্রতিষ্ঠানের মধ্যে থেকে এমপিওভুক্তির জন্য তালিকা নির্বাচন করা হবে। এরপর কয়েক ধাপে তা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত হলে প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।
Discussion about this post