অনলাইন ডেস্ক
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় মহাসড়কের উপর বাস উল্টে দু’জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কণা (২০) নামের একজন শিক্ষার্থীও আছে। সে বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিল। নিহত কণা শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে।
সোমবার (১ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত অপরজন ছিলেন পথচারি, তার পরিচয় এখনো জানা যায়নি। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসের অন্যান্য যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহন বাসটি মহাসড়কে বেপরোয়াভাবে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় বাসটি পৌঁছালে সামনের দিকের অপর বাসটিকে বেপরোয়া গতিতে ওভার টেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কণা ও অজ্ঞাত পথচারী নিহত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Discussion about this post