নিজস্ব প্রতিবেদক
ইন্টারন্যাশনালে সর্বোচ্চ সার্ভিস রিপোর্টিং এবং ইভ্যালুয়েশন রিপোর্টিং দুটো ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারের পাশাপাশি অভূতপূর্ব সেবা কার্যক্রম পরিচালনার জন্য গভর্নরের বিশেষ সম্মাননা অর্জন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং। লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এক উৎসবমুখর পরিবেশে জেলার লায়ন্স নেতৃবৃন্দের সমাবেশে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন আবদুর রব শাহীনের হাতে এ সকল সম্মাননা ট্রফি ও ক্রেস্ট প্রদান করেন।
আড়ম্বরপূর্ণ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের গ্লোবাল অ্যাকশন টিম এরিয়া লিডার লায়ন নাজমুল হক।
অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, ২য় ভাইস জেলা গভর্নর ও অক্টোবর সার্ভিস কমিটির কো-চেয়ারম্যান লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক, সিএলএফ চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, পিডিজি লায়ন শামসুল হক, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, কেবিনেট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম, কেবিনেট ট্রেজারার লায়ন মো. আবু বক্কর সিদ্দিক, অক্টোবর সার্ভিস কমিটির সেক্রেটারি লায়ন ইমতিয়াজ ইসলাম, অক্টোবর সার্ভিস কমিটির ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ।
Discussion about this post