শিক্ষার আলো ডেস্ক
দেশের সকল সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোয় ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ সকল প্রতিষ্ঠানে কর্মরত ও শূন্যপদের তথ্য চেয়েছে সরকার। আগামী ১১ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে তথ্য পাঠাতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
অফিস আদেশে জানানো হয়, সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্মকর্তার সৃষ্ট, কর্মরত ও শূন্য পদের তথ্য আগামী ১১ নভেম্বরের মধ্যে হার্ডকপি অফিস চলাকালীন সময়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে ১৩০ নম্বর কক্ষে হাতে হাতে অথবা ডাকযোগে পাঠাতে অনুরোধ করা হলো।
অফিস আদেশে অধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রধান, সকল সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ।
যেসব তথ্য পাঠাতে হবে
১) ৯ম গ্রেডের গ্রন্থাগারিক (নন-ক্যাডার) গেজেটেড কর্তার পদ আছে কিনা?
২) আত্মীকৃত পদ কিনা?
৩) স্থায়ী পদ কিনা?
৪) ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল পদের স্কেল কত?
৫) গ্রন্থাগারিক কর্মরত থাকলে, তার নাম।
৬) গ্রন্থাগারিক কর্মরত থাকলে, তার মোবাইল নম্বর।
৭) গ্রন্থাগারিকের পদটি শূন্য থাকলে, কতদিন ধরে শূন্য?
Discussion about this post