নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লক্ষ ১৭ হাজার ৯৫৭ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৯৪ হাজার ৫০৫ জন। পাস করেছেন মাত্র ১০ হাজার ১৬৫ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। এই ইউনিটে গতবার পাসের হার ছিল ১৩.০৫ শতাংশ।
এতে প্রথম স্থান অধিকার করেছেন মেফতাহুল আলম সিয়াম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় সিয়ামের প্রাপ্ত নাম্বার ৯৭ দশমিক ৭৫। ১২০ নম্বরের মধ্যে তার মোট স্কোর: ১১৭ দশমিক ৭৫। তিনি বগুড়া আজিজুল হক সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন আসিফ করিম নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। আসিফ চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পড়ালেখা শেষ করেন৷ ‘ক’ ইউনিটে তার ভর্তি পরীক্ষার স্কোর ৯২.৭৫ এবং তার মোট স্কোর হয়েছে ১১২.৭৫। সে চট্টগ্রাম থেকে ‘ক’ ইউনিটের পরীক্ষায় অংশ নেয়।
তাছাড়া তৃতীয় স্থান অধিকার করেছেন নিত্ত আনন্দ বিশ্বাস নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। নিত্ত আনন্দ বিশ্বাস খুলনা পাবলিক কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পড়ালেখা শেষ করেন৷ ‘ক’ ইউনিটে তার ভর্তি পরীক্ষার স্কোর ৯১ দশমিক ৯৫ এবং তার মোট স্কোর হয়েছে ১১১.৯৫। সে খুলনা থেকে ‘ক’ ইউনিটের পরীক্ষায় অংশ নেয়।
Discussion about this post