নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ শিক্ষার্থীদের করোনা টিকা গ্রহণের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেডিকেটেড করোনা হাসপাতাল কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন।
আজ বুধবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সাত কলেজের সমন্বয়ক (ভারপ্রাপ্ত) ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে টিকা গ্রহণের সময় বাড়ানো হয়েছে। আমাদের অনেক ইয়ারের পরীক্ষা চলমান থাকায় এসব শিক্ষার্থীরা এখনো টিকা গ্রহণ করতে পারেনি। এছাড়া প্রথম বর্ষের ক্লাস শুরু হলেও অনেক শিক্ষার্থী এখনো ঢাকায় আসেনি।
অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারবেন। এ সময়ের মধ্যে প্রায় সব ইয়ারের পরীক্ষাও শেষ হয়ে যাবে। তবে সব শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে।
Discussion about this post