শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ২৬৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ইউনিটটিতে মোট আবেদন জমা পড়েছিল ৬৮ হাজার ৯২টি।
সোমবার (১ নভেম্বর) ও মঙ্গলবার (২ নভেম্বর) প্রতিদিন দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘এ’ ইউনিটে মোট পরীক্ষা দিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন ভর্তিচ্ছু। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৮৩ শতাংশ।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে গঠিত এই ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ২১২টি।
আগামী ৫ নভেম্বর ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে চবির এবারের ভর্তি পরীক্ষা। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী।
Discussion about this post