খেলাধূলা ডেস্ক
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিপদের মধ্যেই ছিল। আরেকবার পা হড়কালে শেষ হয়ে যেত বিশ্বকাপও। সুপার টুয়েলভে প্রথম জয় তুলে সেটি আপাতত ঠেকিয়েছে ভারত। আফগানিস্তানকে হারিয়েছে ৬৬ রানের বড় ব্যবধানে।
আবুধাবিতে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার দিনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ২ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১৪৪ পর্যন্ত যেতে পারে আফগানিস্তান।
এই গ্রুপে দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে সেমির দিকে পা বাড়িয়ে রেখেছে নিউজিল্যান্ডও। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পাকিস্তান। আফগানরা থাকল দুইয়ে, সমান ম্যাচে ৪ পয়েন্ট তাদের।
৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে তিনে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ২ পয়েন্ট হল চারের ভারতের। রানরেটে পিছিয়ে তাদের সমান ম্যাচে ২ পয়েন্ট ওয়ালা নামিবিয়া পাঁচে। স্কটল্যান্ড এখনও জয়শূন্য সুপার টুয়েলভে।
ভারত উদ্বোধনীতেই তোলে ১৪০ রান। সেটিও মাত্র ৮৮ বলে। ৮ চার ও ৩ ছক্কায় ৪৭ বলে ৭৪ করে ম্যাচসেরা রোহিত শর্মা ফিরলে ভাঙে জুটি। তার সঙ্গী লোকেশ রাহুল থেমেছেন ৬৯ রানে। ৬ চারে সঙ্গে ২ ছয়ে ৪৮ বলে সাজানো ইনিংস।
তিনে প্রমোশন পাওয়া রিশভ পান্ট ও চারে নামা হার্দিক পান্ডিয়া মিলে পরে আর উইকেট পড়তে দেননি, সঙ্গে তুলেছেন ঝড়ও। ২২ বলে অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটি তাদের। পান্ট অপরাজিত থাকেন ১৩ বলে ২৭ রানে, এক চারের সঙ্গে ৩ ছক্কার মারে। হার্দিকের ইনিংস অপরাজিত ৩৫ রানের, ৪ চারের পিঠে ২ ছয়ে মাত্র ১৩ বলে সাজানো।
লক্ষ্য তাড়ায় এসে অধিনায়ক মোহাম্মদ নবির ৩২ বলে ৩৫ ও কারিম জানাতের ২২ বলে ৩ চার ও ২ ছয়ে অপরাজিত ৪২ রানে দেড়শর কাছে যায় আফগানরা।
৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন সামি। ৪ ওভারে মাত্র ১৪ রানে ২ উইকেট অশ্বিনের। ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট জাদেজার। ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট গেছে বুমরাহর ঝুলিতে।
Discussion about this post