নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। ইতিমধ্যে ফল প্রকাশে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ভর্তি কমিটি।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র থেকে জানা গেছে, ‘এ’ ইউনিটের ফল প্রকাশে শুক্রবার (০৫ নভেম্বর) একটি সভা আহ্বান করা হয়েছে। সভায় আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে ‘এ’ ইউনিটের ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ নাসিম হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ফল নির্ণয়ে বিশ্ববিদ্যালয়ে সরঞ্জামের সংকট থাকায় দ্রুত ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সময়ের মধ্য নির্ভুলভাবে ফল প্রকাশ করা যায়।
এর আগে, গত ১ নভেম্বর ও ২ নভেম্বর প্রতিদিন দুই শিফটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে মোট পরীক্ষা দিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন ভর্তিচ্ছু। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৮৩ শতাংশ।
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে গঠিত এই ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ২১২টি।
Discussion about this post