শিক্ষার আলো ডেস্ক
৩১ ডিসেম্বর মধ্যে জাতীয়করণের ঘোষণা না দিলে,২২ জানুয়ারী থেকে স্কুল/কলেজ ও মাদ্রাসায় তালা ঝুলানো হবে-অধ্যক্ষ মো:সেলিম ভূঁইয়া
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিশু কল্যাণ পরিষদের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যৌথ সভা প্রিন্সিপাল রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সভায় বাকশিস ও বাশিসের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মো. সেলিম ভূঁইয়া বলেন, সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দাবী পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবীর প্রতি সরকারের উদাসীনতায় শিক্ষক কর্মচারীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষকদের চাকুরী জাতীয়করণের জন্য সামান্য অর্থের যোগান দিতে পারছে না। আসলে সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে পেশাজীবীদের গুরুত্ব দিচ্ছে না। অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবী পূরণ না হলে ২০২২ এর জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হবে।
সভায় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুর রহমান, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক শেখ আমজাদ আলী, অধ্যাপক আবদুল আউয়াল, অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, অধ্যাপক আজিজুর রহমান ভূইয়া, অধ্যক্ষ সেলিম মিয়া, অধ্যাপক ওসমান গনি, অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, শহীদুল ইসলাম, সারোয়ার জাহান দোলন, মোল্যা নজরুল ইসলাম, অধ্যক্ষ আসাদুজ্জামান শাহীন, শাহনাজ পারভীন, মোস্তাফিজুর রহমান, রুবাইয়াত শিমুল, অধ্যাপক আবু তাহের ভূইয়া, অধ্যাপক নুর মোহাম্মদ খোকন। সভা শেষে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার মায়ের জন্য দোয়া পরিচালনা করেনা অধ্যাপক এখলাস উদ্দিন। বাশিস সভাপতি কাজী আব্দুর রাজ্জাক ও মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদের জন্যও দোয়া করা হয়।
(অধ্যক্ষ মো. রেজাউল করিম)
সভাপতি
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি
Discussion about this post