অনলাইন ডেস্ক
করোনার কারণে দেড় বছর বন্ধ ছিলো দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময় শ্রেণিপাঠদানের বাইরে ছিলো কোটি শিক্ষার্থী। এরপর সীমিত পরিসরে শ্রেণিকক্ষে পাঠকার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরূপ নয়।তাই এমন পরিস্থিতিতে শিক্ষা টিভি ও অনলাইনভিত্তিক চ্যানেল প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার।
সংশ্লিষ্টরা বলছেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা নিয়ে চিন্তিত শিক্ষা প্রশাসনের কর্তাব্যক্তিরা। এ পরিস্থিতিতে ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠদানের বিকল্প নেই। এছাড়া ভবিষ্যতে যেকোনো বিপর্যয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত ক্লাস পরিচালনার জন্য সুনির্দিষ্ট শিক্ষা চ্যানেল প্রতিষ্ঠা প্রয়োজন।
গত আগস্টে অনুষ্ঠিত এনসিটিবি প্রণীত পাঠ্যক্রম অনুসারে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমসংক্রান্ত ভার্চুয়াল সভায় শিক্ষা টিভি অথবা পৃথকভাবে ২৬টি চ্যানেল প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘শিক্ষা চ্যানেল প্রতিষ্ঠার উদ্যোগটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কাজ শুরু করেছি।’
ওই সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনসিটিবি প্রণীত পাঠ্যক্রম অনুসারে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাস ও বিভাগের জন্য আলাদা শিক্ষা টিভি অথবা শ্রেণিভিত্তিক পৃথক ২৬টি শিক্ষা চ্যানেল প্রতিষ্ঠার বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রস্তাব করা হয়েছে।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শিক্ষা টিভি চ্যানেল স্থাপন কিংবা এনসিটিবি কর্তৃক প্রণীত পাঠ্যক্রম অনুসারে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাস ও বিভাগের জন্য পৃথকভাবে মোট ২৬টি শিক্ষা চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের বিষয়ে অনাপত্তি প্রদান করতে হলে প্রধানমন্ত্রীর সম্মতি প্রয়োজন।
‘তাছাড়া বিটিভি, বিটিভি চট্টগ্রাম, সংসদ টিভি এবং বিদ্যমান বেসরকারি টিভি চ্যানেলগুলোর মাধ্যমে কীভাবে পাঠদান কার্যক্রম সম্প্রচার করা যায়, সে বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে প্রধানমন্ত্রী বরাবর সারসংক্ষেপ পাঠানো যেতে পারে।’
মাউশির এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ৯টি লাইভ সেশন একযোগে পরিচালনার ব্যবস্থা করা হবে। এ জন্য ঢাকায় পর্যাপ্তসংখ্যক এবং পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা শহরেও লেকচার স্টুডিও স্থাপন করা হবে।আলাদা শিক্ষা টিভি প্রতিষ্ঠার জন্য সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। তাই আপাতত আলাদাভাবে লাইভ সেশন সম্প্রচারেই পদক্ষেপ নেয়া হবে।
Discussion about this post