শিক্ষার আলো ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (এসইউডিএস) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোমতাহিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের শিক্ষার্থী তারেকুল আরেফিন প্রিয়াম মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সংগঠনটি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি (বিতর্ক) মো. বায়েজীদ হাসান, সহ-সভাপতি (প্রশাসন) মাহফুজুর রহমান হিমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক চৈতী দাস ও জিনাত ইমু, কোষাধ্যক্ষ ফাহিদুল ইসলাম খান, সহ-কোষাধ্যক্ষ রওনক জাহান মুনা, বাংলা-বিতর্ক সমন্বয়ক মেহরাব সাদাত, সহকারী বাংলা-বিতর্ক সমন্বয়ক দীপ্ত দেব, ইংরেজি-বিতর্ক সমন্বয়ক সুমিত কর্মকার, সহকারী ইংরেজি-বিতর্ক সমন্বয়ক পান্না দাশ আরিয়ান।
এছাড়া সাংগঠনিক সম্পাদক সাদমান সাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক সমৃদ্ধ মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক মানতাকা পৌষি, দপ্তর সম্পাদক জুমানা হাসান ও রিফাত জাহান রুহানি, সহ-দপ্তর সম্পাদক রুধবা জাহান ফিজা, প্রচার সম্পাদক সংঘ মিত্রা, সহ-প্রচার সম্পাদক অন্তিক চৌধুরী, প্রকাশন ও প্রযুক্তি সম্পাদক সায়মা মেহজাবিন চৌধুরী, সহ-প্রকাশন ও প্রযুক্তি সম্পাদক নুসরাত জাহান ওহী, পাঠচক্র সম্পাদক মোবাশশিরা নাজনীন ও পাঠচক্র সম্পাদক হিসেবে ইসমাত ফাতেমা শিকা মনোনীত হয়েছেন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মাহফুজা রহমান রুপা, শারমীন সুলতানা কলি ও নাজিবুল ইসলাম নলেজ।
Discussion about this post