খেলাধূলা ডেস্ক
বিশ্বকাপে টুর্নামেন্ট থেকে শ্রীলঙ্কা ছিটকে গিয়েছিল আগেই। বৃহস্পতিবার আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ছিল শ্রীলঙ্কার কাছে নিয়ম রক্ষার। তবে নিয়ম রক্ষার ম্যাচে বিশ্বরেকর্ডই গড়লেন ভানিন্দু হাসারাঙ্গা। দুই উইকেট নিয়ে অজন্তা মেন্ডিসকে ছাড়িয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হলেন এ রহস্য স্পিনার।
২০১২ সালের আসরে ১৫ উইকেট নিয়ে এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মেন্ডিস। ঘরের মাঠের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। এবার আরব আমিরাতে হওয়া আসরে ৮ ম্যাচ খেলে ১৬ উইকেট নিলেন ডানহাতি স্পিনার হাসারাঙ্গা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগে এবারের বিশ্বকাপে হাসারাঙ্গার উইকেট ছিল ১৪টি। ক্যারিবীয়দের ইনিংস অর্ধেক পেরিয়ে যাওয়ার পর বোলিংয়ে আসেন হাসারাঙ্গা। নিজের প্রথম দুই ওভারে কিপটে বোলিং করলেও কোনো উইকেটের দেখা পাননি লঙ্কান স্পিনার।
শেষ পর্যন্ত ১৫তম ওভারের প্রথম বলে ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ডকে গুগলিতে বোল্ড করে মেন্ডিসকে ছুঁয়ে ফেলেন হাসারাঙ্গা। আর এবারের টুর্নামেন্টে নিজের শেষ বলে ডোয়াইন ব্রাভোকে আবার সেই গুগলিতেই বোল্ড করে সবাইকে ছাড়িয়ে সবার ওপরে উঠে যান হাসারাঙ্গা।
১৬ উইকেট নিয়ে এখনও পর্যন্ত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সর্বোচ্চ উইকেটশিকারি হাসারাঙ্গা।
Discussion about this post