শিক্ষার আলো ডেস্ক
২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করি, খুব দ্রুতই ফলাফল প্রকাশ করতে পারবো।
আজ সকাল ১০টায় বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। পরীক্ষা অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ৷ এবার সাত কলেজের বাণিজ্য ইউনিটের মোট পাঁচ হাজার ৩১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ২৩ হাজার ৭০০ টি৷
তবে পরিবহন ধর্মঘট চলায় ভোগান্তিতে পড়েন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। অনেকে ব্যক্তিগত গাড়ি, রিকশা, সিএনজিতে অতিরিক্ত ভাড়া দিয়ে পরীক্ষা দিতে আসেন।
Discussion about this post