শিক্ষার আলো ডেস্ক
বেসরকারি পর্যায়ে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে অনুমোদনহীন কোনো কোর্স চালু নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।
তিনি জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুমোদনহীন কোনো কোর্স পরিচালনা করা হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। অনুমোদিত আসনের বেশি শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় না।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
উপাচার্য বলেন, ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং–২০২২’ য়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এশিয়ার মধ্যে ২১৫তম অবস্থানে রয়েছে। গত ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ র্যাংকিংয়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছরের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ‘কিউএস গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি র্যাংকিং-২০২২’য়ে বিশ্বের শীর্ষ মানের ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান অর্জন করে নর্থ সাউথ।
আতিকুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে সম্মান দেখিয়ে এ পর্যন্ত ১ হাজার ৩৯৯ জন মুক্তিযোদ্ধার সন্তানকে বিনা বেতনে পড়ালেখার সুযোগ দিয়েছে নর্থ সাউথ। টাকার অংকে যা প্রায় ১২০ কোটি টাকা।
তিনি বলেন, নর্থ সাউথে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ২৮০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। করোনায় শিক্ষার্থীদের টিউশন ফি ধারাবাহিকভাবে গত ৫ সেমিস্টারে ২০ শতাংশ টিউশন ফি ছাড় দেওয়া হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য শতভাগ টিউশন ফি মওকুফ করা হয়েছে। আমরা কোয়ান্টিটির ওপর নয়, কোয়ালিটির ওপর গুরুত্ব দিচ্ছি।
এ বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করতে একটি মহল কিছু ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করছে। এতে বেসরকারি খাতে উচ্চ শিক্ষার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে উল্লেখ করে উপাচার্য বলেন, ক্যাম্পাস উন্নয়নের নামে শিক্ষার্থী প্রতি ৫ হাজার টাকা আদায় করার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এটি মিথ্যা ও বানোয়াট তথ্য দেওয়া হচ্ছে। গত এক দশক ধরে বিশ্ববিদ্যালয় এ ধরনের ফি আদায় করা হয়নি বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুমোদনহীন কোনো কোর্স চালু করা হয়নি। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মনীতি মেনে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। নির্ধারিত আসনের অতিরিক্তি শিক্ষার্থীও ভর্তি করা হয় না এখানে।
Discussion about this post