নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ সেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথমবর্ষের এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৫ দশমিক ৯৯ শতাংশ।
শুক্রবার (০৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞান অনুষদের ডিন ও এ-ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান।
এ-ইউনিটে পাস করেছেন ২০ হাজার ৬১৮ জন। যা ৪৫ দশমিক ৯৯ শতাংশ। ফেল করেছেন ২৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী। যা ৪৪ দশমিক ১ শতাংশ। সর্বোচ্চ নম্বর পেয়েছেন ১০৯ দশমিক ৫০।
এর আগে গত সোম ও মঙ্গলবার (০১ ও ০২ অক্টোবর) ৪ শিফটে নেওয়া হয় এ-ইউনিটের ভর্তি পরীক্ষা। এ-ইউনিটে ৬৮ হাজার ৯২ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৮৩ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ২৬৬ জন। যা শতকরা হিসেবে ৩৪ দশমিক ১৩ শতাংশ।
অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, পরীক্ষায় মোট ৪৬ শতাংশ পাস করেছে। এ-ইউনিটের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
Discussion about this post