নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন সেশনের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পূর্বঘোষিত তারিখ তথা ১ ডিসেম্বর থেকে ২০২০-২১ সেশনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। এখন পর্যন্ত এ তারিখের কোন পরিবর্তন হয়নি। ইতিমধ্যে ভর্তি কার্যক্রমও শেষ হয়েছে।
এর আগে, চলমান শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল ক্রমান্বয়ে গত ১০ অক্টোবর থেকে প্রকাশিত হয়। পরে ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হয়ে শেষ হয় ২৯ নভেম্বর।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষ হলেও মেরিট অনুযায়ী ফাঁকা আসনে এখনো ভর্তি নিচ্ছে ‘বি’ ইউনিট।
এই ইউনিটের প্রধান কো-অর্ডিনেটর অধ্যাপক জিনাত আরা বলেন, ‘বি’ ইউনিটের আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শেষ হলেও আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেরিট অনুযায়ী ভর্তি কার্যক্রম চলছে। যা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত এবং পরবর্তীতেও আসন ফাঁকা থাকলে একইভাবে পরবর্তী মেরিট থেকে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।
Discussion about this post