নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের ১ম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, পাবলিক হেলথ বিভাগের অ্যাডভাইজার ডা. সেলিম আকতার চৌধুরী, রেজিস্ট্রার খুরশিদুর রহমান ও বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহেদুল ইসলাম।
ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় যায়। যেমন: আপনারা স্কুল ও কলেজে ছিলেন, তারপর উচ্চশিক্ষায় প্রবেশ করেছেন, এখন বিভিন্ন প্রফেশন থেকে এসে মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগ্রামে ভর্তি হয়েছেন। আমার বিশ্বাস, আপনারা এই বিভাগ থেকে যথাযথ শিক্ষা নিয়ে বেরুতে পারবেন। এই বিভাগের শিক্ষকরা তার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।
সহকারী অধ্যাপক মো. জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রফেসর একেএম তফজল হক আরও বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি অনুভব করে, দেশের মানুষের সুস্থ থাকা ও সুস্থ থাকার বিষয়ে জ্ঞান থাকা অপরিহার্য। ‘মাস্টার্স অব পাবলিক হেলথ’ প্রোগ্রামের শিক্ষার্থীরা এই জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন এবং জনস্বাস্থ্য শিল্পের প্রায় ক্ষেত্রে তারা কর্মসংস্থানের সুযোগ পাবেন। এমপিএইচ প্রোগ্রাম শিক্ষার্থীদের সজ্জিত করবে নেতৃত্ব, যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতায়, যা তাদের বৃহত্তর স্কেল এবং কার্যকর জনস্বাস্থ্য উদ্যোগ বাস্তবায়ন করতে সাহায্য করবে।
পাবলিক হেলথ বিভাগের অ্যাডভাইজার ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন বলেই এই ইউনিভার্সিটিতে মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগ্রামে অধ্যয়ন করার সুযোগ সৃষ্টি হলো। এই প্রোগ্রাম মুখ্যত জনস্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে একটি দেশের জনস্বাস্থ্যকে রক্ষা করার জন্য যে জ্ঞানের প্রয়োজন তা শিক্ষার্থীরা অর্জন করে। একটি দেশের মুখ্য ভিত্তি জনস্বাস্থ্য। জনস্বাস্থ্যের মাধ্যমে কেবলমাত্র জনগণকেই সচেতন করা হয় না, স্বাস্থ্যকর্মীরাও, যেমন: ডাক্তার, নার্স, সমাজবিজ্ঞানী, বস্তুত প্রায় সবক্ষেত্রের মানুষই উপলব্ধি করেন এবং বোঝেন কোন্ কোন্ পদক্ষেপ গ্রহণ করলে দেশের জনস্বাস্থ্যের উন্নয়ন করা সম্ভব হয়। আমাদের দেশের জনগণ জনস্বাস্থ্য বিষয়ে সজাগ নয়, সে বিষয়টি এই পেনডেমিকের সময়ে দেশ ভালোভাবে উপলব্ধি করেছে। বর্তমানে যে মহামারী চলছে, তা প্রতিরোধ করার জন্য বিপুল পরিমাণে জনস্বাস্থ্যকর্মী প্রয়োজন ছিল, যা বিদগ্ধ মানুষরা উপলব্ধি করেছে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান বলেন, প্রতিকারের পরিবর্তে প্রতিরোধই এমপিএইচ প্রোগ্রামের মূল লক্ষ্য। বিশ্বের উন্নত দেশগুলোতে বিশ্ববিদ্যালয়সমূহে কেবলমাত্র চিকিৎসাবিজ্ঞান নয়, জনস্বাস্থ্য বিজ্ঞান বা এমপিএইচও গুরুত্বের সঙ্গে পঠিত হয়।
Discussion about this post