খেলাধূলা ডেস্ক
প্যারিস মাস্টার্সের ফাইনালে হাবার্ট হারকাজকে হারিয়ে দুর্দান্ত এক রেকর্ড নিজের করে নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ।
সবচেয়ে বেশি সময় ধরে পুরুষ টেনিস র্যাকিংয়ের শীর্ষে থাকার রেকর্ড এখন জোকারের দখলে। এতোদিন এই রেকর্ডের মালিক ছিলেন জীবন্ত কিংবদন্তী পিট সাম্প্রাস।
ছোটবেলা থেকেই সাম্প্রাসকে দেখেই বড় হয়েছেন জোকার, হতে চাইতের তার মতোই বিশ্ব সেরা। এ কারণে সাম্প্রাসকে আদর্শ মানতেন জকোভিচ।
শেষ পর্যন্ত নিজের আইডলকেই ছাড়িয়ে গেলেন তিনি। সাত মৌসুম বিশ্ব র্্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে গেলেন নোভাক জকোভিচ।
এতোদিন পিট সাম্প্রাসের সঙ্গে এক আসনে ছিলেন তিনি। ছয় মৌসুম শীর্ষে থাকার যুগ্ম রেকর্ড ছিল সাম্প্রাসের সঙ্গে। এবার সেই রেকর্ডও ভেঙ্গে জকোভিচ।
এবছর জকোভিচের সামনে জোড়া রেকর্ডের হাতছানি ছিলো। অলিম্পিক জিততে পারলে, গোল্ডেন স্ল্যাম জিততেন তিনি।
কিন্তু সেটি আর হয়নি। এরপর ছিলো যুক্তরাষ্ট্র ওপেন। সেটা জিততে পারলে এক বর্ষে সব গ্রান্ড স্লাম পেতেন তিনি। কিন্তু সেই সুযোগও হাতছাড়া হয় নোভাক জকোভিচের।
Discussion about this post