শিক্ষার আলো ডেস্ক
ভৌত অবকাঠামো এবং শিক্ষক সংকটের কারণে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকের ২১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক সংকটের কারণে ক্লাস করতে অনেক সময় অপেক্ষা করতে হয়। সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন অধ্যক্ষ অধ্যাপক মো. মাইনুর রহমান।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজে ইংরেজি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, প্রাণী বিজ্ঞান, মার্কেটিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও ফিন্যান্স বিভাগে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। শিক্ষক শূন্য সমাজ বিজ্ঞান বিভাগ। স্নাতক পর্যায়ের পাশাপাশি শিক্ষক সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে উচ্চ মাধ্যমিক পর্যায়েও।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্নাতক পর্যায়ে ক্লাস না করে সিলেবাস শেষ না হতেই শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষক স্বল্পতার কারণে ক্লাস করতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের।
অধ্যক্ষ অধ্যাপক মো. মাইনুর রহমান জানান, নির্মাণের পর অবকাঠামোগত উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি কলেজটিতে। শিক্ষক সংকটসহ সব ধরনের সমস্যা দ্রুত নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চান তিনি।
১৯৮৫ সালে ২ একর ৫৪ শতাংশ জমির ওপর নির্মাণ করা হয় পঞ্চগড় সরকারি মহিলা কলেজ। ১৯৯৭ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়।
Discussion about this post