শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টায় ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের প্রথম শিফটে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের পরীক্ষা কার্যক্রম শুরু হয়। গতকাল মঙ্গলবারের মতো আজকেও পাঁচ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ, ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম. ফিরোজ-উল-হাসান বিভিন্ন কেন্দ্রে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।
কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। তৃতীয় শিফট পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আশা করছি শান্তিপূর্ণভাবে সব শিফটের পরীক্ষা শেষ হবে।
তিনি আরও বলেন, গতকালের তুলনায় আজকে পরীক্ষার্থীর উপস্থিতি বেশি।
প্রতিবারের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনসমূহ ভর্তি পরীক্ষার্থীদের জন্য এগিয়ে এসেছে। অনেক সংগঠন বিভিন্নভাবে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সাহায্য করেছে। কিছু সংগঠন বিনামূল্যে টোকেনের মাধ্যমে পরীক্ষার্থীদের ব্যাগ-মোবাইল সংগ্রহ করছে আবার কিছু সংগঠন মোটরসাইকেল দিয়ে পরীক্ষার্থীদের তাদের কেন্দ্রে পৌঁছে দেয়।
এছাড়া বিএনসিসি ও স্কাউট সদস্যরা পরিক্ষার্থীদের সুশৃঙ্ক্ষলভাবে প্রত্যেক কেন্দ্রে ভর্তি ইচ্ছুক পরিক্ষার্থীদের সাহায্য করে।
‘ডি’ ইউনিটের আসন সংখ্যা ৩২০টি। এর মধ্যে ছাত্র-ছাত্রীদের ১৬০টি করে ৩২০টি আসন রয়েছে। এই ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছিল ৬৯ হাজার ২২৬ জন।
এবছর বিশ্ববিদ্যালয়ে সবমিলিয়ে ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে তিন লাখ আট হাজার ৬০৬টি ভর্তি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৬৩ জন শিক্ষার্থী।
Discussion about this post