নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ৯৫ জন ইনস্ট্রাক্টরকে সহকারী সুপারিন্টেনডেন্ট পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (১০ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৮ নভেম্বর অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভার সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) কর্মরত ৯৫ জন ইনস্ট্রাক্টরকে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে সহকারী সুপারিন্টেনডেন্ট পদে পদোন্নতি দেওয়া হলো।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা প্রাথমিক ও গণশিক্ষা সচিব বরাবর ই-মেইলে (scy@mopme.gov.bd অথবা sasad1@mopme.gov.bd) অনতিবিলম্বে যোগদানপত্র দাখিল করবেন। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতি পাওয়া কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে পদায়িত থাকবেন।
Discussion about this post