আন্তর্জাতিক ডেস্ক
৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য বুস্টার ডোজ বাধ্যতামূলক করতে যাচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এক ঘোষণায় একথা জানান।
আগামী ১৫ ডিসেম্বর থেকে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের হেলথ পাসের মেয়াদ বাড়াতে বুস্টার ডোজের নেওয়ার প্রমাণ দেখাতে হবে।
চলতি বছরের আগস্ট থেকে ফ্রান্সের নানা স্থানে ঢুকতে প্রয়োজন পড়ে হেলথ পাস। করোনার টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলেই মেলে এই পাস।
ইউরোপ জুড়ে করোনার সংক্রমণ বেড়ে গেলেও ফ্রান্সের অবস্থান বেশ ভালো উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, মহামারি এখনও শেষ হয়ে যায়নি।
এদিকে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ৩০ বছরের কম বয়সীদের মডার্নার তৈরি করোনা ভাইরাসের টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য বিভাগ।
এর বদলে সম্ভব হলে ফাইজারের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির এক গবেষণায় মডার্নার টিকার কারণে হৃদপেশীর প্রদাহের ঝুঁকির তথ্য এসেছে, যদিও তা খুব বিরল।
দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল অথরিটি ফর হার্টস (এইচএএস) মনে করে, এই ঝুঁকি মায়োকার্ডাইটিস নামের একটি হৃদরোগের সাথে যুক্ত। মডার্না ভ্যাকসিনের সাম্প্রতিক তথ্য এবং সোমবার প্রকাশিত একটি ফরাসি গবেষণায় এমনটি জানা গেছে।
এইচএএস বলছে, ৩০ বছরের কম বয়সীদের জন্য মডার্নার টিকা গ্রহণ ফাইজারের টিকা নেওয়ার চেয়ে পাঁচগুণ বেশি ঝুঁকিপূর্ণ।
Discussion about this post