নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ১০০ মার্কসের পরিবর্তে এসএসসিতে ১০ মার্কস ও এইচএসসিতে ১০ মার্কস নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী অধ্যাপক মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক ওহিদুজ্জামান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে ১০০ মার্কস নির্ধারণ করা হলে বিরূপ মন্তব্য দেখা যায়। এ বিষয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সব ডিনদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে সবার মতামতের ভিত্তিতে ১০০ মার্কসের পরিবর্তে ২০ মার্কস নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এসএসসির ফলের ওপর ১০ ও এইচএসসির ফলের ওপর ১০ মার্কস নির্ধারিত থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় শিক্ষার্থীবান্ধব। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমাদের এ সিদ্ধান্ত। আগে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা এবারের অটোপাসের বিষয়টি ভেবে দেখিনি। সেজন্য ভর্তি পরীক্ষায় যারা ভালো করেছে তাদের প্রাধান্য দেওয়ার জন্য আমরা জিপিএ মার্কস কমিয়ে ২০ নির্ধারণ করেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আমরা ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ওপর গুরুত্ব দেবো। যে কারণে এসএসসি ও এইচএসসির মার্কস ১০০ এর পরিবর্তে ২০ নির্ধারণ করা হয়েছে।
Discussion about this post