নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এ আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবি, চীনা ও ফরাসি ভাষাসহ বিভিন্ন ভাষায় এক বছরের কোর্সে সীমিত সংখ্যক আসনে ভর্তির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলছে। আবেদনের শেষ সময় আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত।
যেসব ভাষায় ভর্তি হতে পাবেন: ইংরেজি, আরবি, চীনা, ফরাসি, জাপানি, জার্মান, ইতালিয়ান, রাশিয়ান, স্প্যানিশ, কোরিয়ান, তুর্কি, হিন্দি এবং বিদেশি ভাষা হিসেবে বাংলা ভাষা।
কোর্সের মেয়াদ: ১ বছর।
ক্লাসের সময়: সপ্তাহে ২/৩ দিন। ২ ঘন্টা করে হবে ক্লাস।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস হতে হবে। ন্যূনতম দ্বিতীয় বিভাগ/বিগ্রেড/জিপিএ ২.৫ থাকতে হবে।
বিদেশীদের জন্যে কমপক্ষে ১২ বছর অধ্যয়নকালের সনদ প্রয়োজন হবে।
ইংবেজি ভাষা: শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর-এর শিক্ষার্থীদের জন্য।
আবেদন গ্রহণ ও জামা দেওয়ার সময়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনতা ব্যাংক টি.এস.সি শাখা থেকে নগদ টাকার বিনিময়ে ভর্তির জন্য নির্ধারিত ফরম এবং নির্দেশিকা আগামী ৩০ শে নভেম্বর মধ্যে সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে একই সময়সীমার মধ্যে উক্ত ব্যাংকে জমা দিতে হবে।
Discussion about this post