অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী অয়ন ভট্টাচার্য হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৩ দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ‘অয়নের জন্য চলচ্চিত্র’ প্রদর্শনীর সার্বিক সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
বুধবার আয়োজনের প্রথম দিনে প্রদর্শিত হয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘মনপুরা’ চলচ্চিত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের তথ্য ও যোগাযোগ সম্পাদক উন্মেষ আরিফ বলেন, ‘অয়ন ভট্টাচার্যের চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা প্রয়োজন। অর্থ সংগ্রহের জন্যই আমরা এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। প্রদর্শনীতে মোট ১১টি বাংলা সিনেমা দেখানো হবে। প্রতিটি টিকিট বিক্রি হচ্ছে ৫০ টাকায়। টিকিট বিক্রির পুরো টাকাই অয়নের চিকিৎসার জন্যে দেওয়া হবে।’
এর আগে গত শুক্রবার অয়নের জন্য দুই দিনব্যাপী ‘কনসার্ট ফর অয়ন’ নামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। তবে, কনসার্টের প্রথম দিনে ছাত্রলীগের দুপক্ষের মারামারিতে সেটি বন্ধ হয়ে যায়।
Discussion about this post