নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দুই অংশে অনুষ্ঠিত এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে মোট ১৩৫ আসনের বিপরীতে ভর্তির যোগ্য শিক্ষার্থী পাওয়া গেছে ২৫৮ জন।
আজ রোববার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় এ ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এবার ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। পাস করেছেন মাত্র ২৫৮ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ২ দশমিক ৫৬ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ও অংকন এ দুটি অংশে অনুষ্ঠিত হয়। এ বছর ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ১৫ হাজার ৪৯৫টি। তবে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ জ্ঞান অংশের পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ হাজার ৬৫ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে অংকন অংশের জন্য ১৫৪০ জনকে নির্বাচন করা হয়। প্রথম ১৫০০ জনকে নির্বাচনের কথা থাকলেও ১৫০০তম অবস্থানে ৪১ জনের পাওয়া নম্বর সমান হওয়ায় ১৫৪০ জনকে নির্বাচন করা হয়। গত ২৬ অক্টোবর অংকন অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে ২৫৮ জন। এ হিসেবে পাসের হার ২.৫৬ শতাংশ।
Discussion about this post