নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) ১ম বর্ষের সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২৩ হাজার ৭ শত ৯১ জন শিক্ষার্থী, যা ৬২.০৭ শতাংশ। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ২ শত ২৬ জন পরীক্ষার্থী। পাসের হার ২৬ শতাংশ। এই ইউনিটে ৭৭.৩৬ নম্বর পেয়ে ছেলে এবং ৭৫.০২ নম্বর পেয়ে মেয়ে প্রথম হয়েছে।”
এই ইউনিটে মোট আসন রয়েছে ৩২৬টি। মোট আসনের ১০ গুণ পরীক্ষার্থীকে মেধা তালিকায় রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে juniv-admission.org ।
Discussion about this post