খেলাধূলা ডেস্ক
বিশ্বকাপ শেষ হল চার-ছক্কার ফুলঝুরি ফুটিয়ে। অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বে এবারের বিশ্বকাপের ইতি ঘটলেও ব্যাট হাতে আসরে উজ্জ্বল ছিলেন বেশ কয়েকটি দলের ক্রিকেটাররা। একনজরে জেনে নেওয়া যাক সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ব্যাটারদের নিয়ে।
এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ফাইনালে উঠতে না পারলেও চারটি অর্ধশতকে ৩০৩ রান করেন তিনি। আর কেউই তিনশ পার হতে পারেননি। দ্বিতীয় স্থানে আছেন ডেভিড ওয়ার্নার, যিনি তিনটি অর্ধশতকে ২৮৯ রান করে অস্ট্রেলিয়াকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন।
বাবর-ওয়ার্নারের মতই দুর্দান্ত বিশ্বকাপ কাটান পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান ২৮১ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন। তিনিও হাঁকিয়েছেন তিনটি অর্ধশতক। আসরের একমাত্র সেঞ্চুরিয়ান ইংল্যান্ডের জস বাটলার, শতকের মত একটি অর্ধশতকও হাঁকিয়ে ২৬৯ রান তার।
শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা ২৩১ রান নিয়ে আছেন তালিকার পঞ্চম স্থানে। তার আছে তিনটি অর্ধশতক। নামিবিয়ার স্বপ্নপূরণ করা ডেভিড বিসা ৮ ম্যাচে ২২৭ রান করে ষষ্ঠ। সপ্তম স্থানে আছেন তিনটি অর্ধশতকের মালিক পাথুম নিসাঙ্কা, যার মোট রান ২২১।
কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন আছেন ৮ম স্থানে। ৭ ইনিংসে মোট ২১৬ রান করেছেন তিনি। এছাড়া ২০৮ রান নিয়ে মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।
একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের শীর্ষ ১০ রান সংগ্রাহক
নাম | ইনিংস | রান | সর্বোচ্চ | গড় | স্ট্রাইক রেট | ১০০/৫০ |
বাবর আজম | ৬ | ৩০৩ | ৭০ | ৬০.৬০ | ১২৬.২৫ | ০/৪ |
ডেভিড ওয়ার্নার | ৭ | ২৮৯ | ৮৯* | ৪৮.১৬ | ১৪৬.৭০ | ০/৩ |
মোহাম্মদ রিজওয়ান | ৬ | ২৮১ | ৭৯* | ৭০.২৫ | ১২৭.৭২ | ০/৩ |
জস বাটলার | ৬ | ২৬৯ | ১০১* | ৮৯.৬৬ | ১৫১.১২ | ১/১ |
চারিথ আসালাঙ্কা | ৬ | ২৩১ | ৮০* | ৪৬.২০ | ১৪৭.১৩ | ০/২ |
ডেভিড ভিসা | ৮ | ২২৭ | ৬৬* | ৪৫.৪০ | ১২৭.৫২ | ০/১ |
পাথুম নিসাঙ্কা | ৮ | ২২১ | ৭২ | ২৭.৬২ | ১১৭.৫৫ | ০/৩ |
কেন উইলিয়ামসন | ৭ | ২১৬ | ৮৫ | ৪৩.২০ | ১১৫.৫০ | ০/১ |
মার্টিন গাপটিল | ৭ | ২০৮ | ৯৩ | ২৯.৭১ | ১২০.৯৩ | ০/১ |
ড্যারিল মিচেল | ৭ | ২০৮ | ৭২* | ৩৪.৬৬ | ১৪০.৫৪ | ০/১ |
সৌজন্যে-বিডিক্রিকটাইম
Discussion about this post