শিক্ষার আলো ডেস্ক
নগরের তিনটি কেন্দ্র শুরু হয়েছে শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। প্রায় ৩৫ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথমেই আনা হচ্ছে এ টিকার আওতায়।
প্রথমদিন চট্টগ্রাম কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক হোসাইন আহমেদ আরিফ ইলাহী সাংবাদিকদের বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষাদের প্রথম ধাপে টিকা আওতায় আনা হচ্ছে। প্রথম দিন তিনটি কেন্দ্রে তিন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। ধীরে ধীরে কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও টিকার পরিমাণ বাড়ানো হবে।
Discussion about this post