খেলাধূলা ডেস্ক
সিসেলস ও মালদ্বীপ ম্যাচে দুই দলের ছিল দুইরকম সমীকরণ। ফাইনালে খেলতে হলে মালদ্বীপের প্রয়োজন ছিল জয়, সিসেলসের ড্র। মালদ্বীপ ফাইনালে যেতে পারেনি। পেরেছে সিসেলস। আফ্রিকার দেশটি প্রয়োজনীয় ড্র করে প্রথম দল হিসেবে নাম লিখিয়েছে শ্রীলংকার প্রধানমন্ত্রী রাজাপাকসে চারজাতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে।
মঙ্গলবার কলম্বোয় অনুষ্ঠিত সিসেলস ও মালদ্বীপ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সিসেলস ফাইনালে, সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে মালদ্বীপের বিদায়।
ফাইনালে সিসেলসের প্রতিপক্ষ কারা তা নির্ধারণ হবে রাতে বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচে। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪, শ্রীলংকার ১। ড্র করলেই বাংলাদেশ উঠে যাবে ফাইনালে। শ্রীলংকার জিততেই হবে।
Discussion about this post