নিজস্ব প্রতিবেদক
আগামী ২৮ নভেম্বর থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৮ নভেম্বর থেকে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস ও পরীক্ষা দিতে পারবে। আগামী সপ্তাহে একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে ক্লাস শুরুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিস্তারিত আলোচনা হবে।
এর আগে, করোনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীদের এক ডোজ টিকা নেওয়ার শর্তে ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়।
Discussion about this post