শিক্ষার আলো ডেস্ক
সামনে চতুর্থ শিল্পবিপ্লবের জন্য আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।সোমবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৬৪ ও ৬৫ ব্যাচের এমবিএ-এমবিএম কোর্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপাচার্য এ আহ্বান জানান।
উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, একসময় মানুষ ব্যক্তিগতভাবে উৎপাদন করতো। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পর উৎপাদন কয়েকশ গুণ বেড়ে যায়। এরপর প্রথম শিল্পবিপ্লব হয় এবং প্রাতিষ্ঠানিকভাবে উৎপাদনব্যবস্থা গড়ে ওঠে। এভাবে একপর্যায়ে নগর সভ্যতা গড়ে ওঠে। বিদ্যুৎ ও কম্পিউটারের হাত ধরে দ্বিতীয় ও তৃতীয় শিল্পবিপ্লব হয়। তথ্য-প্রযুক্তির হাত ধরে সামনে কড়া নাড়ছে চতুর্থ শিল্পবিপ্লব। এ শিল্পবিপ্লবের জন্য আইআইইউসি শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান ড. আবু রেজা নদভী এমপি বলেন, পবিত্র কোরআনে ব্যবসা শব্দটি উল্লেখ রয়েছে। ইসলামে সঠিকভাবে ব্যবসা পরিচালনার জন্য নিয়মনীতি রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে ব্যবসা প্রশাসনের ওপর ডিগ্রি প্রদান করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন এ বিশ্ববিদ্যালয় সরকারবিরোধী একটি গোষ্ঠী পরিচালনা করতো। সরকারের দায়িত্বশীল কেউ এখানে আসতে চাইতেন না। আমরা গত ৬ মার্চ দায়িত্বগ্রহণ করেছি। এরপর বিশ্ববিদ্যালয়ের ওপর থাকা রেডমার্ক উঠে গেছে। ছয় মাসে ছয় বছরের কাজ হয়েছে। সরকারের এমপি-মন্ত্রীরা এখানে আসতে শুরু করেছেন। সামনে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন হবে। সেখানে ইতোমধ্যে মহামান্য রাষ্ট্রপতি সশরীরে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
ড. আবু রেজা নদভী আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। কুমিরা স্টেশন আইআইইউসির নামে নামকরণ করা হয়েছে। ওই স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সার্বক্ষণিক ট্রেন চলাচল করবে। ছাত্রীদের জন্য এক হাজার আসনবিশিষ্ট একটি আবাসিক হল নির্মাণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্রিজ রাজধানীর হাতিরঝিলের আদলে করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টের সদস্য রিজিয়া রেজা চৌধুরী বলেন, ছাত্রীদের অনেকে উচ্চতর ডিগ্রি নিয়ে বাড়িতে বসে থাকেন। তবে এখন প্রযুক্তির যুগে বাড়িতে বসেও ব্যবসা করা যায়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনেক নারী কোটি কোটি টাকা আয় করছেন৷ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেছেন চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশ নেতৃত্ব দেবে। এ নেতৃত্বের জন্য আইআইইউসি ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।
বিদায়ী শিক্ষার্থী জোবায়ের করিম আরমান বলেন, ২০১৯ সালে ফার্মেসীতে স্নাতক সম্পন্ন করে এ বিশ্ববিদ্যালয়ের এমবিএতে ভর্তি হই। উদ্যোক্তা হওয়ার লক্ষ্য নিয়ে এ কোর্সে ভর্তি হয়েছি৷ বর্তমানে আমি একটি তুর্কি প্রতিষ্ঠানে চাকরি করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মসরুরুল মওলা, কোষাধ্যক্ষ ড. হুমায়ুন কবির, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আমিন চৌধুরী প্রমুখ।
Discussion about this post