শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রামের শিক্ষার্থীদের করোনা টিকা দিতে স্থাপন করা তিনটি বুথের মধ্যে একটি বুথ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. ইলিয়াস হোসেন।
তিনি বলেন, কারিগরি জটিলতার কারণে মির্জা আহমদ ইস্পাহানী স্কুল কেন্দ্রে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এর পরিবর্তে আগামী ২১ নভেম্বর ইউরোপীয়ান গ্রামার স্কুলে ২টি এবং প্রেসিডেন্সি স্কুলে ২টি করে বুথ চালু করা হবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে নগরের চট্টেশ্বরী রোডের চট্টগ্রাম গ্রামার স্কুল, ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল এবং একে খান মোড়ের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের ৮টি বুথে টিকা কার্যক্রম শুরু হয়। প্রথমদিন ৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং দ্বিতীয় দিন ৬টি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনা হয়।
Discussion about this post