খেলাধূলা ডেস্ক
স্বদেশি অনিল কুম্বলের জায়গায় আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এর আগে তিন মেয়াদে তিন বছর করে সর্বোচ্চ ৯ বছর এই পদে ছিলেন কুম্বলে।
দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পর দেশটির ক্রিকেট বোর্ড ও ক্রিকেটীয় অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি কার্যনির্বাহী গ্রুপ নিয়োগ দিয়েছে আইসিসি।
গাঙ্গুলীকে স্বাগত জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তিনি বলেন, ‘আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে সৌরভকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পরে একজন প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটীয় সিদ্ধান্ত প্রণয়নে দারুণ সহায়তা করবে।
Discussion about this post