ক্যারিয়ার ডেস্ক
সমন্বিত ৭ ব্যাংকের ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষা কেন্দ্রের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা হবে আগামী ২৭ নভেম্বর শনিবার বিকাল ৩ টা থেকে ৪টা।
বিজ্ঞপ্তিতে ব্যাংকার্স সিলেকশন কমিটি বলেছে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক এবং ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৭টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বিকেবি, রাকাব, বিডিবিএল, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন। পদ ৮৬৮টি।
Discussion about this post