অনলাইন ডেস্ক
কমলার খোসা
এতে আছে লরিনজেনিন, ফ্লেভানয়েড। এতে থাকা ভিটামিন সি হজমেও সহায়ক। তাই হজমে সমস্যা সংক্রান্ত ত্বকে যেসব সমস্যা দেখা দেয় (বিবর্ণ হওয়া, লাবণ্য কমে যাওয়া) সেগুলো দূর করতেও এটি কার্যকর। আবার কমলার খোসাসহ পানি গরম করে সেটা গোসলে ব্যবহার করলে ত্বকের দুর্গন্ধ দূর হয়।
ডালিমের খোসা
ডালিমের খোসায় আছে আলফা লিনোলেনিক অ্যাসিড। এটি ত্বকের প্রদাহ দূর করে ও উজ্জ্বলতা বাড়ায়। ত্বককে মসৃণ করতেও এটি কাজে আসে। ডালিমের খোসা জ্বাল দেওয়া পানি সেবনেও ত্বকের উপকার পাওয়া যায়। তবে এক্ষেত্রে আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
দারুচিনি
আয়ুর্বেদে দারুচিনির আরেক নামই হলো ত্বক। এটিও মূলত এক ধরনের বৃক্ষের বাকল। এতে আছে ইউজেনল নামের একটি উপাদান। যা জীবাণু ধ্বংস করে। তাই এটি দাদ, একজিমা ও মেছতার চিকিৎসাতেও ব্যবহার করা হয়। এক্ষেত্রে আক্রান্ত স্থানে দারুচিনির গুঁড়া পেস্ট করে লাগিয়ে রাখতে হয়।
Discussion about this post