শিক্ষার আলো ডেস্ক
জীবনের গল্প, আইডিয়া এবং ভিশন জমা দিয়ে কাতারের স্বল্পোন্নত দেশের (এলডিসি) সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে জাতিসংঘ। বাংলাদেশসহ স্বল্পোন্নত ৪৬ টি দেশ থেকে একজন করে এ সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পাবেন। ২২ নভেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।
স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে এটি জাতিসংঘের পঞ্চম সম্মেলন। এতে ১৮ থেকে ২৯ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। সম্মেলনের জন্য নির্বাচিতদের বিমান খরচ, আবাসন খরচসহ অন্যান্য সব খরচ প্রদান করা হবে। এলডিসিভুক্ত দেশগুলো নিয়ে ১৯৮১ সাল থেকে প্রতি ১০ বছরে এ ধরনের একটি করে সম্মেলন আয়োজন করে আসছে জাতিসংঘ।
জাতিসংঘের অফিস অব দ্য হাই রিপ্রেজেন্টেটিভ ফর দ্য লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, ল্যান্ডলকড ডেভেলপিং কান্ট্রিজ এন্ড স্মল আইসল্যান্ড ডেভেলপিং স্টেটস (ইউএন ওএইচআরএলএলএস) যৌথভাবে এ সম্মেলন আয়োজনের দায়িত্বে থাকে।
সুযোগ-সুবিধাসমূহ:
* আবাসন খরচ।
* যাতায়াত খরচ।
* খাবার ও সম্মেলনে অংশগ্রহণের জন্য যাবতীয় সকল খরচ।
যোগ্যতা:
* ৪৬ টি স্বল্পোন্নত দেশ (এলডিসি) এর নাগরিক হতে হবে।
* ১৮ থেকে ২৯ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
* ছবি, ভিডিও, অডিও, গান এবং কবিতার মাধ্যমে গল্প প্রকাশ করা যাবে।
* একটি বাস্তব জীবনের গল্প বলতে হবে।
* অবশ্যই নিজে আবেদন করতে হবে।
* ছবি, ভিডিও, অডিও, গান এবং কবিতার মাধ্যমে গল্প প্রকাশ করা যাবে।
* ভিডিওর ক্ষেত্রে ১০৮০ রেজুলেশন ব্যবহার করতে হবে। ১ মিনিটের বেশি ভিডিও গ্রহণযোগ্য নয়।
* ১ মিনিটের বেশি ভিডিও গ্রহণযোগ্য হবে না।
* রচনা সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে হতে হবে।
* ছবির ক্ষেত্রে জেপিজি বা পিএনজি ফরম্যাট অনুসরণ করতে হবে। ন্যূনতম ৮০০*৮০০ পিক্সেল হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।
Discussion about this post