শিক্ষার আলো ডেস্ক
রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের প্রশ্নফাঁসের ঘটনায় বুয়েট অধ্যাপক নিখিল রঞ্জনের জড়িত থাকার ঘটনায় ব্রিবতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকাল রোববার (২১ নভেম্বর) এই কমিটি গঠন করা হতে পারে।
বুয়েট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে বুয়েটের আইপিই বিভাগের প্রধান অধ্যাপক নিখিল রঞ্জনের জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে বুয়েট প্রশাসন। বিষয়টি নিয়ে গতকাল রাত থেকেই একাধিকবার আলোচনা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
সূত্র আরও জানায়, আগামীকাল রোববার (২১ নভেম্বর) বুয়েটের উচ্চ পর্যায়ের বৈঠকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বুয়েটের আইন অনুযায়ী অধ্যাপক নিখিল রঞ্জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার শনিবার (২০ নভেম্বর) বলেন, আমাদের কোনো শিক্ষক যদি বাইরের কোনো পরীক্ষার সাথে যুক্ত থাকতে চান; তাহলে তার জন্য অনুমতি নিতে হয়। নিখিল রঞ্জন অনুমতি নিয়েছেন কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। তার এমন ঘটনায় আমরা বিব্রত।
বুয়েট উপাচার্য আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বুয়েটের একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বুয়েটের সম্মান ক্ষুন্ন হয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post