নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল ও রিসার্চ ল্যাব চট্টগ্রামের যৌথ উদ্যোগে দিনব্যাপী রোবটিক্স অলিম্পিয়াড গতকাল শনিবার সম্পন্ন হয়। উল্লেখ্য, এটিই চট্টগ্রামে প্রথম রোবটিক্স অলিম্পিয়াড।
স্কুল প্রাঙ্গণে অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মো. গোলজার আলম আলমগীর এবং পরিচালকবৃন্দ।
উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষবৃন্দ এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দিনব্যাপী বিভিন্ন রাউন্ডে রোবটিক্স বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল সহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে ছিল রোবটিক্স বিষয়ক সেমিনার এবং পুরস্কার বিতরণ।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব। তিনি তাঁর বক্তব্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে উচ্চমানের উদ্ভাবনী শিক্ষা গ্রহণ করার তাগিদ দেন।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. নুরুল কবির। প্রধান অতিথি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিমুখী শিক্ষার বিকল্প নেই। তিনি প্রযুক্তিমুখী শিক্ষার প্রসারে এই ধরনের আয়োজনের জন্য প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ এবং রিসার্চ ল্যাব চট্টগ্রাম-কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান এবং রিসার্চ ল্যাব চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ড. মো. মহিউদ্দিন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Discussion about this post