শিক্ষার আলো ডেস্ক
স্নাতকে স্কলারশিপের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের স্যাক্সিয়ন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস। ২০২২-২৩ শিক্ষাবর্ষে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্যই এ সুযোগ দেয়া হচ্ছে। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী বছরের ১ মে পর্যন্ত।
‘হল্যান্ড স্কলারশিপ’ এর আওতায় প্রতি বছর শিক্ষার্থীদের ৫ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা। এছাড়া শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীরা স্যাক্সিয়ন বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় নিয়ে স্নাতক সম্পন্ন করতে পারবেন।
স্যাক্সিয়ন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস নেদারল্যান্ডের একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে যাত্রা শুরু করে।
সুযোগ-সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষার্থীরা স্যাক্সিয়ন বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় নিয়ে স্নাতক সম্পন্ন করতে পারবেন।
* প্রতি বছর শিক্ষার্থীদের ৫ হাজার ইউরো প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা।
যোগ্যতা:
* উচ্চ মাধ্যমিকে নূন্যতম ৮০ শতাংশ মার্কস পেতে হবে।
* আইইএলটিএস এ নূন্যতম ৭ পেতে হবে।
* অন্য কোনো স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে ফরম পূরণ করে আবেদন করা যাবে। ফরম পেতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।
Discussion about this post