ক্যারিয়ার ডেস্ক
রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘গ্র্যাজুয়েট ট্রেইনি আন্ডার ইয়ং ট্যালেন্ট প্রোগ্রাম’ এর অধীনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- রবি আজিয়াটা লিমিটেড
পদের নাম- গ্র্যাজুয়েট ট্রেইনি
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- ঢাকা
আবেদন যোগ্যতা
১। সদ্য স্নাতক পাস। তবে ২০২১ সালের ডিসেম্বরে যাদের স্নাতক সম্পন্ন হবে তারাও আবেদন করতে পারবেন।
২। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করলেও আবেদন করা যাবে।
৩। স্নাতক ডিগ্রি ২০২০ আগে সম্পন্ন হলে আবেদন করার দরকার নেই।
৪। আগ্রহীদের কমপক্ষে সিজিপিএ ৩ পয়েন্ট থাকতে হবে।
৫। এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটির সঙ্গে যুক্ত থাকতে হবে।
৬। যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা, নেতৃত্ব, বিশ্লেষণ ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহীদের www.robicareer.com এই ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা
বেতন ও অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ
১৮ ডিসেম্বর, ২০২১
Discussion about this post